বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর তাপসকুল শিরোমনি, সুলতানুল আওলিয়া জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহঃ) এর ৩৪তম বেছালত দিবস বুধবার দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
দরবার শরীফের মুখপাত্র মোঃ মাহবুর রহমান জানান, এ বছর বেছালত দিবসে সারাদেশের বিভিন্ন খানকা শরীফের অসহায় দুস্থ ৫শ জাকের কে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। দুস্থ জাকেরদের অবস্থান নির্নয় করে ১৫/২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয় হযরত শাহ সূফী চন্দ্রপাড়া জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে।
বেছালত দিবস ঘিরে হাজার হাজার আশেকান-জাকেরানদের পদচারনায় মুখরিত ছিলো ফরিদপুরের সদরপুরের চন্দ্রপাড়া। বেছালত দিবসে যোগ দিতে দেশের বিভিন্নস্থান থেকে জাকেরান আশেকান বাস, ট্রাক, লঞ্চ কাফেলা যোগে গত শনিবার থেকে দরবার শরীফে সমবেত হয়েছিলেন ভক্তপ্রেমিরা।
মঙ্গলবার বাদ জোহর পীরের পবিত্র রওজা শরীফ জিয়ারত করে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর থেকে দফায় দফায় কোরআনখানী,জিকির আসকার,মিলাদ মাহফিল ও পীরের তরিকত ও নসিয়ত প্রচারের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাতের শেষভাগ ফযরের আযানের পূর্ব মুহুর্ত পরম করুনাময় আল্লাহর রহমত কামনা ও পেয়ার হাবীব বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মরণ এবং মোরাকাবা মোশাহেদা ও জেকের,আসকার যোহর, আসরও মাগরিব নামাজ বাদ মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, এশা নামাজ বাদ রাসুলে পাক (সা:) এর প্রতি নজরানা স্বরূপ দরুদ শরীফ পাঠ করা হয়। এছাড়াও দেশ বিদেশের প্রায় ১৫শ টি খানকা শরীফে হুজুরের বেছালত দিবস পালিত হয়।
বুধবার বাদ ফজর পীরের রওজা জিয়ারত ও রুহের মাগফেরাত, বিশ্বের মুসলিম উম্মার ঐক্য, সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গদীনশীন পীর শাহ্সুফী সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী আল্ ওয়সী।
বাংলা৭১নিউজ/জেএস