বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৮০ পিস ইয়াবাসহ দুবাইগামী এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে।
আটককৃত যাত্রীর নাম আহসানুল সগীর। শনিবার (৬ জুলাই) সকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) কাজী খায়রুল কবীর বলেন, সকালে বিমানবন্দরের চেকিং পয়েন্টে চট্টগ্রাম থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৪১৪ এর যাত্রী আহসানুল সগীর ইয়াবাসহ ধরা পড়েন।
তার ব্যাগ থেকে ৮৮০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।
আহসানুল সগীরের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায়।
বাংলা৭১নিউজ/জেডএ