বাংলা৭১নিউজ,কক্সবাজার ব্যুরো : কক্সবাজারের কুতুবদিয়ায় লাখো ভক্তের আগমনের মধ্যদিয়ে আজ রোববার শুরু হয়েছে উপমহাদেশের আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ আবদুল মালেক মহিউদ্দিন আল-কুতুবী (রাহ.)’র ১৮তম বার্ষিক ফাতেহা।
এ উপলক্ষে প্রতিবছরই কুতুবদিয়া দরবার এলাকায় জমায়েত হয়ে থাকে বিশাল সমাবেশ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভক্তদের জন্য এটি আনন্দ খুশির দিন হিসেবেই উদযাপিত হয়ে থাকে।
ফাতেহা আজ থেকে চলবে (১৯ ফেব্রুয়ারি) সোমবার পর্যন্ত।
এদিকে এ অলির কবর জিয়ারতের উদ্দেশে ১৭-২০ফেব্রুয়ারি পর্যন্ত ফাতিহা শরীফে অবস্থান করবেন দেশে-বিদেশের লাখ-লাখ ভক্ত-অনুরক্ত। প্রতিদিন আগমন ঘটবে লাখো ভক্তের। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রসরা সাজিয়ে দোকান নিয়ে বসেছেন স্থানীয় ব্যাবসায়ীরা। এতে চাঙ্গা হয়ে উঠে কুতুবদিয়ার অর্থনৈতিক অবস্থা।
বাংলা৭১নিউজ/জেএস