মেহেরপুর জেলা সদরে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪০তম শাখা উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি মো. আরিফুল এনাম বকুল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জি এম কামরুজ্জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা (শিমু)।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ