হজ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে একটি হজ বুথ এবং মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছে। উক্ত ক্যাম্পে আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের সৌজন্যে হজ গমনেচ্ছুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে হজ্জ গমনেচ্ছুদের মাঝে হজ্জ গাইড এবং ৩০,০০০ পিস ছাতা প্রদান করে। সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত বুথ, মেডিক্যাল ক্যাম্প এর উদ্বোধন এবং হজ্জযাত্রীদের সেবার জন্য প্রদত্ত দ্রব্যসামগ্রী হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন, ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ এবং আশকোনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ