বলিউড বাদশা শাহরুখকে নিয়ে যেমন সবার তুমুল আগ্রহ, তেমনি তার বাড়ি ‘মান্নাত’ নিয়েও ভক্তদের যেন কৌতূহলের অন্ত নেই। ভারতের মুম্বাইয়ের ব্যান্ড স্ট্যান্ড এলাকায় সাদা রঙের প্রাসাদসম এ বাড়িটি প্রায় সবারই চেনা।
শাহরুখ খানের বাড়ি বলেই একনামে সবাই চেনেন। এই মুহূর্তে মুম্বাইয়ের দর্শনীয় স্থানের মধ্যেই পড়ে ‘মান্নাত’। সেখানেই তিন ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করছেন শাহরুখ। কিন্তু এবার কি বাবা শাহরুখের প্রিয় ‘মান্নাত’ ছেড়ে অন্যত্র যাচ্ছেন মেয়ে সুহানা!
সুহানা তার বাবাকে অনুরসণ করে অভিনয়ে এসেছেন। এবার বাবার মতো জমিও কিনে ফেলছেন। তাই এ খবর শুনে ভক্ত-অনুরাগীরা বলছেন সুহানা নতুন উদ্যোগ নিয়েছেন। হয়তো তিনি ভিন্নধর্মী কিছু করতে যাচ্ছেন।
দক্ষিণ মুম্বাইয়ের সমুদ্র সংলগ্ন এলাকা আলিবাগে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন সুহানা। বলা চলে কেবলমাত্র অভিনয়ে হাতেখড়ি হয়েছে সুহানার। তার প্রথম সিনেমা ‘দি আর্চিজ’। একটি সিনেমা করেই প্রায় সাত হাজার বর্গফুটের একটি বাংলো কিনেছেন সুহানা। তবে এ বাড়ি কিনতে কত খরচ হয়েছে, সেই নিয়ে রয়েছে বিভিন্ন আলোচনা।
গত বছর আলিবাগের থল এলাকার কৃষিজমি কিনে ছিলেন সুহানা। সেই সময় ১৩ কোটি রুপিতে আবাদি জমিটি কিনে নিয়েছেন সুহানা। রেজিস্ট্রেশনের কাগজে অভিনেত্রীকে কৃষিবিদ হিসেবে দেখানো রয়েছে। এ জমি কেনার উদ্দেশ্য এখনো জানা যায়নি।
তবে ফসল ফলানোর পরিকল্পনা যে রয়েছে শাহরুখ কন্যার, তাতে সন্দেহ নেই। এ বাড়িটি কেনার পরে চারদিকে শোনা যাচ্ছে- এ বাড়িটি দিয়ে হয়তো সুহানা নতুন কিছু করতে যাচ্ছেন। ক্যারিয়ারের জন্য নতুন পরিকল্পার বাস্তবায়ন ঘটাবেন এ বাড়ি দিয়ে।
বাংলা৭১নিউজ/এসএইচ