রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোবাইল চোরাকারবারি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮৮টি চোরাই মোবাইলফোন এবং নগদ ১০ হাজার ৫৮৫ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- মো. ফারুক মোল্লা (৫০), মো. ইমরান খান (২৪), মো. মিলন (২৫), মো. পারভেজ দফাদার (২২), মো. শাম্মু (৩২) ও মো. আবু হানিফ (৩০)।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতার আসামিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাই করা মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছেন। এসব মোবাইলফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ