বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যাওয়ার সময় পাঁচজন রোহিঙ্গাকে আটক করেছে কর্তৃপক্ষ।
আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে গালফ এয়ারের একটি বিমানে ওঠার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
আটক পাঁচজন হলেন- আরিফা বেগম, মনিকা হোসাইন, সানোয়ারা বেগম, মোহাম্মদ ওমর এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন। এর মধ্যে আব্বাস উদ্দিন সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের সদস্য।
বিমানবন্দর সূত্র জানায়, আটক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে।
বিমানবন্দরের এপিবিএন কর্মকর্তা এএসপি আসিফ আটকদের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, গালফ এয়ারের একটি বিমানে করে বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় রোহিঙ্গাদের আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এস.এস