বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের হামলার ঘটনায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি মো. আশরাফুজ্জামান জানিয়েছেন।
এদিকে ইতিমধ্যে বিমানবন্দর এলাকায় এপিবিএন’র বিশেষায়িত একটি টিম ‘সিআরটি’ বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে।
এছাড়া বিমানবন্দর এলাকার আশপাশে র্যাব সদস্যরা টহল অব্যাহত রেখেছেন।
বাংলা৭১নিউজ/সিএইস