শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ১৭ এপ্রিল নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত খন্দকার বাড়ি মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে নরসিংদী সদর থানা ও মাধবদী থানার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক খন্দকার শাকিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান এবং পাঁচদোনা এলাকার সমাজ সেবক খন্দকার আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ শামীম এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ