বাংলা৭১নিউজ,ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারফেরত এক যাত্রীর কাছ থেকে ৮৪টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
আটক আবুল হোসেন (৩০) কুমিল্লার চৌদ্দগ্রাম বাতিসা ইউনিয়নের ডলবা গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।
শনিবার ভোরে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৬ ফ্লাইটে ঢাকায় আসার পরে বিমানবন্দরের ভেতরে স্বর্ণসহ তাকে আটক করার কথা জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।
“গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে তার কোমরে লুকানো দুটি প্যাকেট থেকে ৮৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”
আটক সোনার বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইস