বাংলা৭১নিউজ,ঢাকা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ৫০০ কার্টন সিগারেট জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
বুধবার দিবাগত রাতে একাধিক ফ্লাইট থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
আজ সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট আছে- এমন তথ্য আমাদের কাছে আগেই ছিল।
পরে বেল্ট থেকে এয়ার এরাবিয়ায় ফ্লাইটে আসা কয়েকটি ব্যাগেজে আমদানি করা ১ হাজার ৭৪০ মাস্টার কার্টন সিগারেট জব্দ করা হয়।
এদিকে ভোর ৫টায় কাতার থেকে কাতার এয়ার কিউআর ২৮৩ ও কুয়েত এয়ার কেইউ ২৮৩ অবতরণ করে। দুইটি ফ্লাইটে আসা ৭৬০ মাস্টার কার্টন সিগারেট জব্দ করা হয়। তিনটি ফ্লাইটে আটক সিগারেটের পরিমাণ ২ হাজার ৫০০ কার্টন।
আটক সিগারেটের মধ্যে রয়েছে, মন্ড, ডানহিল, বেনসন, ইজি ব্র্যান্ড। আটক সিগারেটের মূল্য প্রায় ৫ কোটি টাকা।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাংলা৭১নিউজ/সিএইস