বাংলা৭১নিউজ, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি ৩শ’ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে সোনার একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় ব্যাংকক থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৪টি প্যাকেট থেকে ১ কেজি ওজনের ৮টি ও ১০ তোলা ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার দর ৫ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইস