হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বুথ উদ্বোধন করেছে যমুনা ব্যাংক লিমিটেড।
যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ এই এক্সচেঞ্জ বুথের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘এটি ব্যাংকের জন্য একটি গৌরবের মুহূর্ত এবং যমুনা ব্যাংক সবসময়ই গ্রাহকদের চাহিদা মেটাতে সেবার প্রসার অব্যাহত রাখবে। এই পদক্ষেপের ফলে ভ্রমণকারীরা ও প্রবাসীরা বিদেশ যাওয়ার আগে মুদ্রা বিনিময়ে ঝামেলামুক্ত সেবা পাবেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, মো. সাইদুল ইসলাম, মো. রেদোয়ান-উল করিম আনসারী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ