বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুর উপজেলা বস্ত্র মালিক ব্যবসায়ী ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার চেয়ারম্যান মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মুনসুর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী আকতার, নবগঠিত কমিটির তথ্য সম্পাদক সাংবাদিক সাগর বসাক, ইয়ামিন ইসলাম, রনি খান শান্ত, শফিকুল ইসলাম, আলী আজম খান পান্নু, আলহাজ্ব হারুন শেখ, শাহাদৎ হোসেন, বাচ্চু বসাক, উজ্জল খান প্রমুখ। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, উত্তরবঙ্গের সর্ববৃহৎ তাঁত কাপড় হাট সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত। অথচ এই হাটে খাজনা নিয়ে প্রায় সময় নানা ঝামেলা পোহাতে দেশের বিভিন্ন স্থান আশা ব্যবসায়ীদের। এসব সমস্যা সমাধান ও ব্যবসার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন। শেষে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মুনসুর মিয়াকে সভাপতি ও রনি খান শান্তকে সাধারণ সম্পাদক, আলহাজ্ব মমিন শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস