বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণি পাঠদানের জন্য শাহজাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে । বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় হলরুমে উপজেলার ১৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০৪টি ল্যাপটপ বিতরণ করা হয় ।
ইউএনও শেহেলী লায়লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলআজ্ব হাসিবুর রহমান স্বপন । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান,ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা আজম,কৃষি অফিসার মনজু আলম সরকার ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক । অতিথিবৃন্দ উপজেলার ১৪৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেন।
বাংলা৭১নিউজ/জেএস