শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শাহজাদপুরে মিল্কভিটার ভাইস চেয়ারম্যানের বস্ত্র বিতরণ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৮১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির,সিরাজগঞ্জ প্রতিনিধি : ‘ডোর টু ডোর এ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড’ নীতিতে আবারও সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরসহ ১৩ ইউনিয়নের ১২’শ দুস্থ, অসহায়, গরীব, দু:খী মানুষের ঘরে ঘরে ১২’শ শীতবস্ত্র পৌছে দিয়েছেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড’র (মিল্কভিটা) ভাইস চেয়ারম্যান, বিশেষ পিপি (নারী ও শিশু), জেলা অাওয়ামী লীগের অন্যতম সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু।
স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু’র নির্দেশনায় শাহজাদপুর থানা যুবলীগ নেতা রাজীব শেখের সার্বিক তত্বাবধানে সপ্তাহব্যাপী সময় ধরে শাহজাদপুর পৌর যুবলীগ ও ১৩ টি ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীর সহযোগীতায় এ শীতবস্ত্র বিতরণকার্য সম্পন্ন হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন পূর্বে শাহজাদপুরের সহস্রাধিক সহায়-সম্বলহীন অসহায় দুস্থ উদ্বাস্তুদের ঘরে ঘরে নিজ উদ্যোগে শীতবস্ত্র পৌঁছে দিয়েছিলেন মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান। কিন্তু প্রয়োজনের তুলনায় তা নগণ্য হওয়ায় অাবারও নিজ উদ্যোগে এলাকার ১২’শ অসহায়ের মাঝে এ শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেন মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান এ্যাড. লাবলু।
যুবলীগ নেতা রাজীব শেখ জানান,” এলাকার গরীর, দু:খী, মেহনতী মানুষের অতি আপনজন জননেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু’র নির্দেশনায় গত ক’দিন ধরে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়ন, তাঁত শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ পৌর যুবলীগ ও সকল ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের হাতে ‘ডোর টু ডোর, হ্যান্ড টু হ্যান্ড’ নীতিতে বিতরণের জন্য শীতবস্ত্র তুলে দিয়েছিলাম।
সুষ্ঠুভাবে হাতে হাতে ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাচ্ছি।” মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, আ.লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু বলেন,”আমার পিতা, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ ফজলুল হক জীবদ্দশায় শাহজাদপুরের জনমানুষের কল্যাণে কাজ করে গেছেন।
আমিও এলাকার উন্নয়ণে, দু:খী মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে চাই। এজন্য শাহজাদপুরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগীতা সবসময় কামনা করি।” এদিকে, শাহজাদপুর পৌরসদরের রূপপুর মহল্লার স্বর্গীয় নিখিল চন্দ্র দাশের অসহায় স্ত্রী বিষ্ণুরাণী দাশ (৭৬), মৃত কফিল সরকারের স্ত্রী সামছুন নাহার (শীতবস্ত্র বিতরণের পরদিন মারা গেছেন), মৃত কিয়াম উদ্দীনের অসহায় স্ত্রী আলতা বানু(৬৯), মৃত নূরমোহাম্মদের স্ত্রী হাসনা বানু(৬৯), নুরু মাষ্টারের স্ত্রী (৭৩) তারা বানু ও শারীরীক, বুদ্ধি প্রতিবন্ধী সজলের (১৯) মাতা নাজমাসহ বেশকয়েকজন অসহায় এলাকাবাসী এ প্রতিনিধিকে বলেন,” শত শত কম্বল দেয়ার কথা কেবল লোকমুখেই শুনেছি।
কিন্তু আমাদের মতো অভাগাদের কপালে আজ পর্যন্ত একটি কম্বলও মেলেনি। লাবলু ভাই ও রাজীব ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি তারা যেনো আরও বড় হন; আমাদের মতো অভাদের পাশে যেনো আরও বেশী দাঁড়াতে পারেন।” উল্লেখ্য, সপ্তাহব্যাপী ঘরে ঘরে ওই শীতবস্ত্র বিতরণকাজে অন্যান্যের মধ্যে স্বতস্ফূর্তভাবে অংশ নেন, শাহজাদপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকত, পৌর যুবলীগের আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর আবু শামীম সূর্য্য, যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন, আশীষ সরকার, শ্রমিক নেতা মিলন শেখ, শাহীন সরকার, আব্দুস সালাম, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি, আলমগীর নয়নসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com