বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া গ্রামেরর শুক্রবার একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । ওই গ্রামের মৃত গাথুরিয়া প্রামাণিকের পুত্র মোঃ নিজাম উদ্দিনের বাড়িতে ভয়াবহ ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এতে নিজাম উদ্দিনের প্রায় ৪ লাখ টাকার অার্থিক ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করেছেন ।
এলাকাবাসী জানায়, এদিন দুপুরে অকষ্মাৎ নিজামের বসতবাড়ির ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুুহুর্তেই আগুণের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে। এ সময় ওই বাড়ির লোকজনের আর্তচিৎকটরে প্রতিবেশিরা ছুঁটে এসে আগুণ নেভানোর চেষ্টা করে। পরে স্থানীয় দমকল বাহিনীর সদস্যদের খবর দেয়া হলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে।
কিন্তু এর আগেই নিজামের বাড়ির ঘরের ভিতরের টিভি, ফ্রিজ, ধান, চাউল আসবাবপত্রসহ নানা সামগ্রী ভষ্মীভূত হয়। এতে মোট ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের অফিসার মনজুর আলম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই । বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
বাংলা৭১নিউজ/জেএস