বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের পোরজনা ঘোষপাড়া মহল্লার হতদরিদ্র দিনমজুর জাহাঙ্গীর আলম ও কোহিনূর বেগমের ১৪ বছর বয়সী বহুমাত্রিক মাঝারী মাত্রার প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় একই মহল্লার মৃত আজাহার আলীর ছেলে লল্পট আশরাফ আলী (৪৫) কে একমাত্র আসামী করে মঙ্গলবার শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (ইনভেষ্টিগেশন) কে এম রাকিবুল হুদা ও ইন্সপেক্টর অপারেশন আসলাম হোসেনসহ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পোরজনা ঘোষপাড়া মহল্লায় অভিযান চালিয়ে অবশেষে লম্পট, ধর্ষক আশরাফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে ধর্ষক আশরাফকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ১৭ মার্চ শনিবার সকাল ৭ টায় লম্পট আশরাফ প্রতিবন্ধীর শয়ন কক্ষে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে লম্পট আশরাফ প্রতিবন্ধীর পরিবারকে ঘটনা চেপে যেতে নানা ভয়ভীতি, হুমকি ধামকি প্রদর্শণ করে। স্থানীয়ভাবে ঘটনার সুবিচার না পেয়ে প্রতিবন্ধীর মা কোহিনূর বেগম বাদী হয়ে মঙ্গলবার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং) ০৩ এর ৯ (১) ধারায় লম্পট আশরাফ কর্তৃক তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করলে ওইদিন রাতেই পুলিশ ধর্ষককে গ্রেফতার করে।
বাংলা৭১নিউজ/জেএস