বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নব-গঠিত কৃষকলীগ শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেককাটাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ১০ টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কেক কেটে একে অপরকে খাইয়ে দেন। ১১ টায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়েই গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর উপজেলা কৃষক লীগের নব-নির্বাচিত আহবায়ক, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান গোলাম মওলা আজম, নবগঠিত উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক কে.এম শরীফুল ইসলাম মনি, যুগ্ম-আহবায়ক সোহেল আকন্দ, যগ্ম-আহবায়ক চন্দন কুমার, আলীমুন আল রাজীব, শামীম হোসেন, নাসির হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুনাম, আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মোফা, শিমুল হোসেন, আলাউদ্দিন, শাহিন সরকার প্রমুখ। আলোচনা সভায় আহবায়ক হুমায়ুন কবীর টিপু বলেন, ‘প্রায় একযুগ পর শাহজাদপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
আমরা প্রধানমন্ত্রী’র ঘোষণা ও নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত করবো এবং দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বদ্ধপরিকর। অচিরেই পৌরসদরসহ উপজেলার ১৩টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী ও মজবুত করার মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে আরও শক্তিশালী করে তুলবো। এই কমিটির নেতৃবৃন্দ স্বাধীনতার চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে দিতে অঙ্গীকারাবদ্ধ।’
বাংলা৭১নিউজ/জেএস