বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে গাড়াদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪৮)কে সোমবার পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। জানা গেছে, এদিন তালগাছী বাজারে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজাকে উপলক্ষ করে বসা মেলার দোকানপাট থেকে স্থানীয় ‘সোনার বাংলা’ নামক ক্লাবের সাধারণ সম্পাদক সামিদুল (৩০)’র নেতৃত্বে বোরহান (২২), সবুজ (২৩)সহ ৭/৮ জন ক্লাবের সদস্যরা অবৈধভবে চাঁদা উত্তোলন করছিলো ।
এদিন বিকেল সাড়ে ৫ টায় চাঁদা উত্তোলন নিষেধ করায় ও বাধা দেয়ায় সামিদুলের নেতৃত্বে ৭/৮ জন ক্ষিপ্ত হয়ে ওয়ার্ড আ.লীগ নেতা মিজানুর রহমান মিজান (৪৮) কে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এলাকাবাসী আহত মিজানুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/জেএস