বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ মার্চ) সারাদেশের মতো শাহজাদপুরেও আনন্দ শোভাযাত্রা বের হয়।
এদিন সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লার সভাপতিত্বে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ।
ওই আনন্দ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.আব্দুস সাত্তার, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ ।
আনন্দ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সায়ত্বশাষিত সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করে।
বাংলা৭১নিউজ/জেএস