বাংলা৭১নিউজ,(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ আসনের ২ বারের সাবেক সংসদ সদস্য, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার রাত আড়াইটায় ঢাকার ধানমন্ডি কিডনি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই সৎ, নির্লোভ, নিবেদিতপ্রাণ মানুষটির অভাব কখনও পূরণ হওয়ার নয়। সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের ২ বারের সংসদ সদস্য হিসেবে তিনি সংসদে শাহজাদপুরের উন্নয়ন নিয়ে সোচ্চার ছিলেন। শাহজাদপুরবাসী তাকে চীরকাল মনে রাখবে।
কামরুদ্দিন এহিয়া খান মজলিশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শাহজাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ড. এম. এ মুহিত।
বাংলা৭১নিউজ/এমএস