সাতক্ষীরা-যশোরগামী একটি বাস নাভারণ সাতক্ষীরা মোড়ে তল্লাশি করে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
রবিবার আমড়াখালী বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করে।
বিজিবি জানায়, যশোর ৪৯ বিজিবির অধীনস্থ আমড়াখালী চেকপোস্টের সুবেদার মোঃ আহাদ হোসেনের কাছে খবর আসে যশোরগামী একটি বাসে করে ইয়াবার একটি বড় চালান ভারত থেকে দেশের অভ্যন্তরে আনা হচ্ছে। এ সময় সুবেদার আহাদ হোসেন একটি সংগীয় টহল দল নিয়ে নাভারণ মোড়ে অবস্থান নেয়। পরিবহনটি আসামাত্র বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর একটি খালি সিটের নিচ থেকে ৬টি ছোট পলিথিনে মোড়ানো ৭ হাজার ৪শ’ পিস ইয়াবা পায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল ইয়াবারটি চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এইচএম