বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় সীমান্তবর্তী উপজেলা শার্শার আমতলা গাতিপাড়া সীমান্ত থেকে আজ বৃহস্পতিবার সকালে ১০ টি সোনার বার (১কেজি ২০০ গ্রাম)সহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক পাচারকারী হচ্ছে, হাসানুজ্জামান হাসান (৩০), যশোর শহরের খরকি এলাকার মইনুল ইসলামের ছেলে।
৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমান সোনারবার গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদের ভিওিতে বিজিবির একটি টহল দল আমতলা গাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন নামে এক সোনা চোরাচালানীকে আটক করে।পরে তার দেহ তল্লাশী করে ১০টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার মুল্য ৬২ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক স্বর্নগুলি বেনাপোল কাষ্টম হাউসে জমা দেয়া হয়েছে। । এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
অপর দিকে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলার সহ ২ আর্ন্তজাতিক মুদ্রা পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন- নড়াইল জেলার নরাগাতি গ্রামের আমিনুল ইসলামের ছেলে ওবাইদুল ইসলাম (২৭) ও একই এলাকার কাওসার আলী ছেলে আমিনউদ্দিন (৩০)।
৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আরিফুল হক জানান ,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে আমিনউদ্দিন ও মাসুদ উদ্দিনকে আটক করে । পরে তাদের দেহ তল্লাশী করে ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলার জব্দ করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ব্যপারে মামলা হয়েছে বোনপোল পোর্ট থানায়।
বাংলা৭১নিউজ/জেএস