শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

শার্শায় উচ্চ ফলনশীল ব্রি-৮৭ ধানের বাণিজ্যিক চাষ শুরু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(যশোর)প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলায় আমন মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত ঝড় ও বৃষ্টিতে সহনশীল ব্রি-৮৭ নতুন জাতের ধানের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। এলাকার কৃষকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 

উপজেলায় গত বছর পরীক্ষামূলকভাবে ২৭ বিঘা জমিতে এই ধানের চাষ হয় তবে এবার প্রায় ৩ হাজার কৃষক ৮০০ হেক্টর (৭২০০ বিঘা) জমিতে ব্রি-৮৭ জাতের ধানের চাষ করেছেন। আগামী আমন মৌসুমে এই সংখ্যা অন্তত তিনগুণ বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।

নতুন এই জাতের ধান চাষে উদ্বুদ্ধ করতে গত বছর শার্শা উপজেলার ১৫ জন কৃষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রদর্শনী প্লটের মাধ্যমে তাদেরকে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ায় তারা লাভবান হওয়ায় এবার চাষির সংখ্যা বেড়েছে। 

কৃষি বিভাগ বলছে, যশোরের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত শার্শা উপজেলায় গত কয়েক বছরের ব্যবধানে স্বর্ণা, রত্না, চিকন মিনিকেট ও সুগন্ধি চিকন, ব্রি-৫০, ব্রি-বিনা ৬৩, বাংলামতি জাতের ধান চাষ বেড়েছে। তবে ব্রি-৮৭ চাষে কৃষকের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

কৃষিবিদরা বলছেন, তাদের উদ্ভাবিত উচ্চ ফলনশীল এই ধান চাষে ফলন পেতে সময় লাগে ১২৭ দিন। অন্য ধানে লাগে অন্তত ১৫০ দিন। বৃষ্টি ও ঝড় সহনশীল এই জাতের ধানের ফলন প্রতি একরে ১০৫ মন। 

আমলাই গ্রামের একজন ধানচাষি সিরাজুল ইসলাম বলেন, আমন মৌসুমে সব সসয় ঝড়-বৃষ্টি হয়। অন্য ধানের ফলন শেষ মুহুর্তের ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। আর ব্রি-৮৭ জাতের ধান গাছের গোড়া শক্ত হওয়ায় সাধারন ঝড় বৃষ্টিতে গাছ হেলে পড়ে না। এতে ফলনে মার খাওয়ার কোন দুশ্চিন্তা থাকে না।

শার্শার চাষী আব্দুল লতিফ বলেন, ধানের চাহিদা, ফলন ও দাম তিনটেই একসাথে পাওয়া যায় বলে ব্রি-৮৭ জাতের ধানের চাষ করেছি। এই ধানের চাষ করলে দু’ফসলি জমিতে বছরে তিন ফসলের চাষ করা যায় এটা আমাদের একটি বাড়তি পাওনা। 

গোগার খোরশেদ আলম বলেন, গত বছর একবিঘা জমিতে ব্রি-৮৭ জাতের ধানের চাষ করেছিলাম। এবার অন্যধান ছেড়ে পাঁচ বিঘায় চাষ করিছি। এটা চিকন চাল হওয়াতে বাজারে চাহিদা আছে। ভাল দামও পাওয়া যায়। বীজের জন্য অনেকে করছে। আগামী বছর অনেকে এই ধান চাষ করতে আগ্রহী হচ্ছেন।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, মোটা ধান প্রতি একরে ৬৫ থেকে ৭৬ মন ফলন হলেও স্বর্ণা মিনিকেটসহ অন্যান্য চিকন ধানের ফলন হয় ৫৮ থেকে ৬৭ মন। তারপরও দিনের পর দিন চিকন ধান ও চাউলের চাহিদা বাড়ার পাশাপাশি ভাল দাম পাওয়ায় চাষিরা ঝুঁকছেন চিকন ধান চাষে। এবার ফলন বেশি হয় এমন একটি জাতের খোঁজ পাওয়ায় ব্রি-৮৭ চাষে এলাকার কৃষকের মধ্যে সাড়া ফেলেছে। যেসব এলাকায় কৃষক আমন ধান কেটে একই জমিতে আগাম আলু বা শীতকালীন সবজি আবাদ করে অধিক লাভবান হতে চান সে সব এলাকার জন্য এ জাতটি বিশেষ উপযোগী। 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com