বাংলা৭১নিউজ, ডেস্ক: চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। আজ নরওয়ের নোবেল কমিটি তার নাম ঘোষণা করেছে।
এক বিবৃতিতে নোবেল কমিটি জানিয়েছে, কলম্বিয়ায় গত পাঁচ দশক ধরে ফার্ক বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যে সংঘাত চলছিল সেটি অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সান্তোস। দীর্ঘ সময় ধরে চলা এ গৃহযুদ্ধে কমপক্ষে ২ লাখ ২০ হাজার লোকের মৃত্যু হয়েছে। আর গৃহহীন হয়েছে ৬০ লাখেরও বেশি মানুষ।
বাংলা৭১নিউজ/এন