বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের সাম্যভিত্তিক গণতান্ত্রিক দেশের স্বপ্ন এখনো পূরণ হয়নি। বরং বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড়িয়ে এক অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী দেশে পর্যবসিত হয়েছে। ফলে দেশের জনগণ সীমাহীন সংকটের মধ্যে রয়েছে।
আজ বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান ফিরোজ, পার্টির ঢাকা মহানগর শাখার সদস্য মীর রেজাউল আলম, প্রদীপ রায় ও মারুফ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সাইফুল হক বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হয়নি। এটা চরম ব্যর্থতা। শহীদ বুদ্ধিজীবীরা সাম্যভিত্তিক যে গণতান্ত্রিক মানবিক সমাজের জন্য জীবন দিয়েছেন তাও প্রতিষ্ঠিত হয়নি। ’
শহীদদের স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় আরো একটি গণজাগরণের আহ্বান জানান তিনি।
কর্মসূচির শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলা৭১নিউজ/এবি