বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে বুধবার বিকাল ৫ টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ জিয়ার কর্মময় জীবন ও আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক, সহ-সভাপতি সৈয়দ জাহেদুল আলম, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূইয়া, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মশু, যুগ্ম সম্পাদক বজলুর রহমান পাঠান, শফিউল্লাহ চেয়ারম্যান, এড্ জিয়াউদ্দিন খান, এড্ নাসির উদ্দিন মাহবুব, এড্ রফিকুল ইসলাম জুয়েল, এড্ আব্দুর রাজ্জাক, এড্ রোকন উদ্দিন, কোষাধ্যক্ষ এস এম মুসা, প্রচার সম্পাদক সেলিম আহমেদ, যুব বিষয়ক সম্পাদক কামরুল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা মাসুদ, স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক তালুকদার, জেলা ছাত্রদলের শামছুল হুদা শামীম, শ্রমিক দলের নেতা ইদ্রিস আলী প্রমূখ। পরে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাক ও দেশ এবং জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস