বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস-২০১৮ উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধন প্রদান উপলক্ষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা ও সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ হাসিব সরকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডাইরী ও কলম প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, কমান্ডার খালেকুজ্জামান খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শাহজাদপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন।
এ সসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, শাহজাদপুর সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ হাসিব সরকার, দায়িত্বপ্রাপ্ত পৌরমেয়র নাসির উদ্দিন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা সন্তানদের দিকে বিশেষ সুদৃষ্টি, মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন অফিস, বাসস্থানের ব্যবস্থা করেছে।’ মহান মুক্তিযুদ্ধে জাতির সুর্য্য সন্তান বীরমুক্তিযোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করে স্থানীয় এমপি আরও বলেন,’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আবারও নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। স্বাধীনতাবিরোধী কোন অপশক্তি যেন মাথা উচু করে দাঁড়াতে ন পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।’ এছাড়া, এদিন শাহজাদপুরের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০১৮ পালিত হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস