সোমবার, ২০ মে ২০২৪, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শরীয়তপুরে ব্রিজের পাটাতন খুলে যান চলাচলে ভোগান্তি

শরীয়তপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৬ বার পড়া হয়েছে

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জাজিয়াহার খালের ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে ব্রিজের স্টিলের পাটাতন খুলে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এতে সকাল থেকে সেতুর দুপাশে অন্তত দুই শতাধিক গাড়ি আটকে আছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন গাড়ির চালকেরা।

jagonews24

স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ২৭ কিলোমিটার এলাকায় পাঁচটি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ। তার একটি জাজিয়াহার এলাকায়। দীর্ঘদিন ধরে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঁচ টনের অধিক ভারী যানবাহন সেতুতে না ওঠার জন্য সাইনবোর্ড ঝুলিয়েছে সড়ক বিভাগ। কিন্তু তা উপেক্ষা করে ৩০-৩৫ টন মালামাল নিয়ে সেতু পার হয় পণ্যবাহী ট্রাক। সকালে চট্টগ্রাম থেকে আসা লোহার রড বোঝাই একটি ট্রাক বরিশাল যাওয়ার পথে সেতুর উত্তর পাশের দুটি স্টিলের পাটাতন খুলে যায়। কিন্তু সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাকচালক সালেক সরদার বলেন, চট্টগ্ৰাম থেকে রড নিয়ে গোপালগঞ্জ যাচ্ছি। এখানে এসে দেখি সেতু ভাঙা। বড় ট্রাক নিয়ে বিকল্প সড়কেও যেতে পারছি না। মালিক বারবার ফোন দিচ্ছেন। দ্রুত পৌঁছতে না পারলে বড় ধরনের লোকসানে পড়তে হবে। এখন কী করবো ভেবে পাচ্ছি না।

সড়কে আটকে পড়া ট্রাকচালক সোহাগ হোসেন, চট্টগ্রাম থেকে খুলনায় যাচ্ছেন। সেতুটি ভেঙে পড়ায় আবার চট্টগ্রাম ফিরে যেতে হবে কিনা সে চিন্তায় রয়েছি।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভুঁইয়া রেদোয়ানুল রহমান জানান,
বেশি মাল বহন করে একটি ট্রাক সেতুটির ওপর দিয়ে যাওয়ার সময় সেতুটি ভেঙে যায়। এতে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। যত দ্রুত সম্ভব সেতুটি মেরামতের ব্যবস্থা করা হবে। সন্ধ্যার মধ্যেই যানবাহন চলাচলের উপযোগী করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com