বাংলা৭১নিউজ,শরীয়তপুর: জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে সম্মেলন ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক দেশজগতের সম্পাদক মাহমুদুল হাসান নিজামী। এস এম শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইশতিয়াক আতিক খানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শরীয়তপুর জজ কোর্টের পিপি কবি অ্যাডভোকেট মির্জা হজরত আলী সাইজী।
আলোচক ছিলেন শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধা এ আজম, সব্যসাচী নজরুল, চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মেহেদী মিজান। শুভেচ্ছা বক্তব্য দেন আমিনুল এইচ এস।
এ সময় কবি এ এইচ নান্নু, ইয়াসিন আযীয, মানিক লাল সাধু, সুপ্তা চৌধুরী, নাট্যকর্মী হাচান মাসুদ খান, উন্মুক্ত গ্রন্থাগারের উদ্যোক্তা সভাপতি মানিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবিরা কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে কবিরা বলেন, ‘রাজনীতিসহ সব ক্ষেত্রে কবিতা, সাহিত্য, সংস্কৃতি থাকতে হবে। কবিতাকে ছন্দে আনতে হবে। ছন্দ মানুষের মধ্যে স্থায়ীভাবে থাকে, সময় সংস্কৃতির মাঝে পূর্ণতা আনে।’
বাংলা৭১নিউজ/সি এইস