বাংলা৭১নিউজ, শরীয়তপুর প্রতিনিধি : সুরেশ্বর পীরের অনুসারীরা শরীয়তপুর জেলার ৪ উপজেলার ৩০টি গ্রামে রোববার (২৫ জুন) ঈদুল ফিতর পালন করছে। অন্তত ১০ হাজার ভক্ত এ ঈদে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
সুরেশ্বর পীরের দরবার সূত্র জানায়, সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় শতবছর যাবৎ সুরেশ্বর পীরের দরবারে সকল ভক্ত ও তাদের মুরিদানেরা একই নিয়মে ঈদ উৎসব পালন করেন। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নীথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রাম সহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারে ১০ হাজারের ও বেশি নারী পুরুষ রবিবার সকালে নামাজ শেষে সেমাই ও শিরনি খেয়ে ঈদের আনন্দ উৎসব পালন করবে।
সুরেশ্বর পীরের বর্তমান গদিনশীন মুত্তাওয়ালী সৈয়দ কামাল নুরী বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা সৌদি আরবের সাথে মিল রেখে অন্তত ১০ হাজার মুরিদ রবিবার ঈদ পালন করবে।
বাংলা৭১নিউজ/জেএস