বাংলা৭১নিউজ, ডেস্ক: বলিউড ছবির আইটেম নম্বরে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে। একটা, দুটো নয়, একাধিক ছবির প্রস্তাব ছিল এই টেনিস তারকার কাছে। সব ঠিকঠাক থাকলে ছোটখাটো পোশাকে সানিয়াকেও নাচতে দেখা যেতে পারত। ফ্যাশন শোয়ে সানিয়া মির্জা বহুবার হেঁটেছেন। তবে ছবিতে আইটেম ডান্সের প্রস্তাব পেলেও তা নাকচ করে দেন তিনি।
সম্প্রতি কিছুদিন আগে টেলিভিশনের এক শোয়ে এসে সানিয়া মির্জা ফাঁস করেন চমকপ্রদ এক তথ্য। আর সেই শো এর সঞ্চালক ছিলেন সাজিদ খান ও রীতেশ দেশমুখ। সেখানেই সানিয়াকে প্রশ্ন করা হয় কোনও পরিচালক তাকে ছবিতে আসার জন্য প্রস্তাব দিয়েছিল কিনা। এমন প্রশ্নের জবাবে তখন সানিয়া সাজিদ খানকে উদ্দেশ্য করে বলেছিলেন, “আমার ভাই এখানে বসে রয়েছে। আমাকে বহুবার প্রস্তাব দিয়েছিল আমার ভাই। ”
সানিয়ার এমন খোলামেলা উত্তরের জবাবে সাজিদ বলেন, ‘হে বেবি’, ‘হাউসফুল’, ‘হাউসফুল ২’, ‘হামশকলস’, ‘হিম্মতওয়ালা’ এই ছবিগুলোর জন্যই সানিয়াকে প্রস্তাব দিয়েছিলাম। ’
সানিয়া সাজিদের সেই প্রস্তাব কেন গ্রহণ করেননি এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে সানিয়া জানান, “সাজিদ ফোন করে জানতে চায়, আইটেম সং এ পারফর্ম করতে আমি রাজি কি না। তখনই আমি না বলে দিই। তবে সঙ্গে সঙ্গে সাজিদ বলে উঠে তোমাকে খাটো পোশাকে নাচতে হবে না। শরীর ঢেকেই তুমি নাচবে। “
সূত্রঃ আজকাল
বাংলা৭১নিউজ/এম