বাংলা৭১নিউজ,ঢাকা: দলীয়প্রধানের মুক্তি আন্দোলন জোরদারে করণীয় নির্ধারণ করতে ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির শীর্ষ নেতারা।
আগামী শনিবার সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শরিক দলগুলোর নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া এখবর নিশ্চিত করছেন।
শনিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও জোট প্রধান বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস