বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামায়াত-বিএনপি’র কর্মীরা ডিউটিরত পুলিশের গাড়ি লক্ষ্য করে ৪-৫টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত সন্দেহে দুই ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার পাঁচরাস্তা সংলগ্ন এলাকার বাসিন্দা শাহ আলম আকনের ছেলে অপূর্ব হাসান রনি (২৫) ও কামাল চৌকিদারের ছেলে মো. ইমরান হোসেন (১৮)। এরা দুজন উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, বিএনপি কর্মসূচী উপলক্ষ্যে পুলিশি টহল চলাকালে পুলিশের গাড়ী লক্ষ্য করে ৪-৫টি ককটেল নিক্ষেপ করা হয়। সবগুলো ককটেলই গাড়ীর কাছাকাছি বিষ্ফোরণ ঘটে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে। উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন মানিকের নেতৃত্বে এ ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি ।
বাংলা৭১নিউজ/জেএস