বাংলা৭১নিউজ, গাজীপুর: সাংবাদিক শফিক রেহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়েছে।
কারাগার সুপার মিজানুর রহমান জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে তাকে বহনকারী প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারে পৌঁছায়।
একই মামলায় গেফতার মাহমুদুর রহমানও কাশিমপুর কারাগারে রয়েছেন।
বুধবার শফিক রেহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আর রিমান্ডের আবেদন না জানানোয় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীপুত্র জয়কে ‘অপহরণের লক্ষ্যে’ তার সম্পর্কে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেয়ায় যুক্তরাষ্ট্রের আদালতে গত বছর প্রবাসী বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ড হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় করা মামলায় গত ১৬ এপ্রিল সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার হন।
বাংলা৭১নিউজ/এমএস