বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা সাময়িক: শেখ বশিরউদ্দীন অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২

শপথ নিলেন খুলনা বিভাগের ১৬ উপজেলা চেয়ারম্যান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(খুলনা)প্রতিনিধি: খুলনা বিভাগের দুই জেলার ১৬ উপজেলার নবনিবার্চিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ১৬ জন উপজেলা চেয়ারম্যান, ১৬ জন ভাইস চেয়ারম্যান ও ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

শপথ বাক্য পাঠ করেন- খুলনার দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোহাম্মদ আলী রেজা বাঁচা, ভাইস চেয়ারম্যান (মহিলা) মমতাজ শিরিন ময়না, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুর ইসলাম, ভাইস চেয়ারম্যান (পুরুষ) অ্যাডভোকেট কমলেশ কুমার সানা, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসিমা আলম, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান (পুরুষ) গৌরপদ বাছাড় ও ভাইস চেয়ারম্যান (মহিলা) খাদিজা আক্তার।

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) শেহাব উদ্দিন ফিরোজ বুলু, ভাইস চেয়ারম্যান (মহিলা) লিপিকা ঢালী, রুপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুল্লাহ জুবায়ের, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান (পুরুষ) শারাফাত হোসেন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা খান।

ফুলতলা উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন (আওয়ামী লীগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভাইস চেয়ারম্যান (পুরুষ) কেএম জিয়া হাসান তুহিন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফারজানা ফেরদৌসী নিশা ও বাটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম খান (আওয়ামী লীগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভাইস চেয়ারম্যান (পুরুষ) নিতাই গাইন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) চঞ্চলা মণ্ডল।

যশোরের সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার (আওয়ামী লীগ), বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল (আওয়ামী লীগের বিদ্রোহী), ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী), চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান লাড্ডু (আওয়ামী লীগ), অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর (আওয়ামী লীগ), মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম (আওয়ামী লীগ), কেশবপুর উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী) ও শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু (আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। এছাড়াও ১৬ জন ভাইস চেয়ারম্যান ও ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান শপন নেন।

খুলনার স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বক্তব্য দেন।

এ সময় উপজেলা নিবার্চনে বিজয়ী চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। উপজেলায় নিবার্চিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও সরকারের নির্দেশনা মোতাবেক কল্যাণকর উপজেলা গড়ে তোলার আহ্বান জানান বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

বাংলা৭১নিউজ/এম.এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com