৯ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অনেক সাধারণ জনতাকেও যোগ দিতে দেখা গেছে। এ সময় তাদের মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠে ওই এলাকা।
শনিবার দুপুরে তারা বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন৷
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করছেন।
এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে’, ‘আমার ভাই জেলে কেন’, ‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’ বলে স্লোগান দেন।
বাংলা৭১নিউজ/এসএকে