ঢাকার শনির আখড়ায় আন্ডারপাস সংলগ্ন জীর্ণ প্রায় রাস্তার পাশে কালভার্ট-রাস্তা সংস্কারের দাবিতে সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে নিয়ে মানববন্ধন করেছে ওই এলাকার তরুণরা। শনিবার (৩০ জানুয়ারি) প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কয়েকশ’ মানুষ।
সাধারণ মানুষের অভিযোগ, শনির আখড়ায় আন্ডারপাস লাগোয়া কালভার্ট ও ভাঙা রাস্তাটির জন্য বিভিন্ন সময়ে অসংখ্য দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। এর একটু পরিসংখ্যানও তুলে ধরা হয় মানববন্ধনে। সংকট সমাধানে দ্রুত একটি কালভার্ট নির্মাণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। একই সঙ্গে আগামী ১৪ দিনের মধ্যে দ্রুত কালভার্ট নির্মাণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনের আয়োজক শাহনেওয়াজ ফাহাদ বলেন, গত ৩ বছরে এই এলাকা সিটি করপোরেশনের অধিভুক্ত হওয়ার পরে মুখে মুখে ধানমন্ডি, বনানীর মতো মূল্যায়ন কর নেওয়া হলেও সে অনুযায়ী কাজ হচ্ছে না। কেনই বা হচ্ছে না, সেটা তিনি জনপ্রতিনিধিদের প্রতি প্রশ্ন তুলে দেন। সেই সঙ্গে বলেন, কাউন্সিলররা জনগণকে ভালোবাসেন তাই নাগরিক পর্যায়ের সমস্যাগুলো সমাধান করার দায়িত্বও তাদের। প্রয়োজনে মেয়রের পায়ে ধরে হলেও এই রাস্তার সংস্কারের দাবি তোলেন তিনি।
মানববন্ধনে জানানো হয়, গত চার মাসে ৬৩টি দুর্ঘটনায় ১৬ জন গুরুতর আহত হওয়ার পাশাপাশি স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন এক ব্যক্তি।
এ সময় প্রায় সবাই অভিযোগ করেন, বহু বছর ধরে এই রাস্তাটির কারণে শনির আখড়া বাস করা লাখো মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় প্রতিদিনই রাস্তাটির কারণে বিভিন্ন যানবাহন উল্টে পাশের খালে পড়ে।
বাংলা৭১নিউজ/জিকে