বাংলা৭১নিউজ, ঢাকা: আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
আজ বিকালে বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্নেলনে তিনি একথা জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও জানান, শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলেও সারা দেশের সঞ্চালন লাইন স্বাভাবিক হতে ৩-৪ বছর সময় লাগবে।
একইসঙ্গে রমজান মাসে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদনে নানা পদক্ষেপ নেয়। গত আট বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চারগুণ হয়ে ১৫ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে।
এদিকে সারা দেশে তৃতীয় দফায় তাপপ্রবাহ চলছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দেখা দিয়েছে গ্যাস সংকট। গ্যাসের জোগান কম থাকায় দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। ফলে দেশের অধিকাংশ এলাকায় দিনে বেশ কয়েকবার লোডশেডিং হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ জানায়, গ্যাস সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য গত কয়েক দিনে একে একে বন্ধ হয়েছে বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র। বর্তমানে ২০টি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিংয়ের প্রকোপ বেড়েছে।
উল্লেখ্য, বর্তমানে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৯ হাজার মেগাওয়াটের মত। তবে বুধবার উৎপাদন হয়েছে আট হাজার ৬১৫ মেগাওয়াটের মত।
বাংলা৭১নিউজ/এম