চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক মোটরসাইকেল চুরির হোতা মিঠন ধর ও তার অপর ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৪টি চোরাই মোটরসাইকেল।
রোববার (২৬ মার্চ) কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলা থেকে একের পর এক মোটরসাইকেল চুরি করে আসছে। একাধিক চুরি মামলা ও জিডি তদন্ত করতে গিয়ে পুলিশ চক্রটির সন্ধান পায়। সর্বশেষ দুই দিন ধরে টানা অভিযান চালিয়ে শতাধিক মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতা মিঠন ধরসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৪টি চোরাই মোটরসাইকেল।
গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন- শাহেদ (২৬), মোঃ রিপন (৪০), মোঃ খোরশেদ আলম (২৯), মোঃ দিদার হোসেন (৩০), মোঃ নজরুল ইসলাম প্রঃ তাহের (৩০)।
পুলিশ জানায়, এই চক্রের আরও একাধিক সদস্য পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ