বাংলা৭১নিউজ, কাউছার আহমেদ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ার মধুপুর গ্রামে নতুন বাড়ীতে ক্রয়কৃত সম্পত্তির চারপাশে লাগানো প্রায় শতাধিক দেশীয় গাছ কেটে ফেলেছে দূস্কৃতিকারীরা।
রবিবার রাতের আধারে কে-বা কাহারা শত্রুতার জের ধরে ইউসুফ মিয়াজী ও ইয়াছিন মিয়াজীর যৌথ মালিকানাধীন নতুন বাড়ীর পুকুরের চারপাশের লাগানো মূল্যবান একাশি, নারিকেল ও পেপে গাছ কেটে উপড়ে ফেলে দেয়।
এ ঘটনায় জমির মালিক দোঘর গ্রামের মো. ইউসুফ মিয়াজী বাদী হয়ে গতকাল সোমবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জমির মালিক মো. ইউসুফ মিয়াজী ও ইয়াছিন মিয়াজী বলেন, প্রায় ৪ বছর আগে জমি ক্রয় করে,মাটি ভরাটের পর নতুন বাড়ীতে গাছ লাগাই, ঘটনার দিন রাতে কে-বা কাহারা কেটে ক্ষতিসাধন করে। অপর দিকে মধুপুর গ্রামে গাছ কাটার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।
বাংলা৭১নিউজ/জেএস