বাংলা৭১নিউজ, খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে একশরও বেশি কেন্দ্রের ফলাফল বাতিল করে নতুন করে ভোট নেয়ার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
আজ মঙ্গলবার সন্ধ্যায় খুলনায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন ধানের শীষের প্রার্থী।
মঞ্জু যখন এই সংবাদ সম্মেলন করছিলেন, তখন ভোটের ফলাফল আসতে শুরু করেছে। আর প্রথম থেকেই আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেকের চেয়ে পিছিয়ে থাকেন মঞ্জু। যত সময় যেতে থাকে, ততই বাড়ছে ব্যবধান।’
মঞ্জু এর প্রতিক্রিয়ায় বলেন, ‘এখন পর্যন্ত যে ফলাফল আসছে এটা কাঙ্ক্ষিত ফলাফল না। খু্লনাবাসী ভোট প্রয়োগ করতে চেয়েছিল। কিন্তু সেই সুযোগ ধুলিস্যাৎ হয়ে গেছে আওয়ামী লীগের ভোট ডাকাতির কাছে।’
দুপুরে খুলনায় মঞ্জু দাবি করেন, ভোটের নামে প্রসহন হচ্ছে। এটার দরকার ছিল না। কারচুপি হলে ভোটের ফলাফল খুলনাবাসী মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।
মঞ্জু বলেন, ‘আজ যে ভোট ডাকাতির চিত্র খু্লনাবাসী দেখলো এটা অগ্রহণযোগ্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছে।’
‘নির্বাচন কমিশন কালো অধ্যায়ের সূচনা করলো। নির্বাচনকে কালিমালিপ্ত করলো ইসি। এর মাধ্যমে অংশগ্রহণমূলক আগামী জাতীয় নির্বাচনের সম্ভাবনা নষ্ট করল।’
‘আজকে খুলনায় যে ধরনের নির্বাচন হলো তাতে জনগণের ভোট দেয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে।’
বিএনপির প্রার্থী বলেন, ‘গণগ্রেপ্তার এবং কারচুপির মধ্য দিয়ে নির্বাচন শেষ হলো। আমাদের ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া হয়েছে, পোলিং এজেন্টকে বের করে দিয়েছে।’
‘আমি শুরু থেকে বলে আসছি ভোটের মাঠ ছেড়ে যাব না। কারণ আমরা জাতিকে সরকারি দল এবং নির্বাচন কমিশনের অপকর্মের কথা জানাতে চেয়েছি।’
খুলনাবাসীকে ভোট দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে মঞ্জু বলেন, ‘এত ভোট ডাকাতির পরেও তারা যে আমাদের ভোট দিয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ জানাই।’
বাংলা৭১নিউজ/জেএস