বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দেশের ক্রিকেট ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) শততম জয়ের অংশীদার হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে গতকাল রাতে আফগানিস্তানকে ১৪১ রানে হারিয়ে সিরিজ জয় করে টাইগাররা।
এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে শততম জয় পাওয়ায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
তামিম ইকবালের সেঞ্চুরি এবং মোশারফ হোসেন রুবেলের তিন উইকেট শিকারের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়লাভ করে।
আফগানিস্তানের বিরুদ্ধে ১৪১ রানের এ জয়ের সুবাদে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ জয় করে এবং নিজ মাঠে এটি ছিলো স্বাগতিকদের একনাগাড়ে ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয়।
বাংলা৭১নিউজ/এন