বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে ঢাকা টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের পর এই ম্যাচেও ক্যারিবিয়দের আশার ভরসায় পরিণত হন এনক্রুমাহ বোনার। গতকালই তুলে নেন অর্ধশতক। তবে আজ শতক ছোঁয়ার আগে বিদায় নিতে হয়েছে মেহেদীর শিকার হয়ে।
গতকালের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বেশ সতর্ক থেকেই ব্যাট চালাচ্ছেন সফরকারীরা। একের পর এক ব্রেক থ্রোতেও ভাঙা যাচ্ছিল না ক্যারিবিয়দের দেয়াল। তবে এবার সক্ষম হয়েছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে প্রথম শিকার করলেন শতকের পথে থাকা বোনারকে সাজঘরে ফেরানোর মধ্যদিয়ে।
মিরাজের বলে শান্তর হাতে ধরা পড়ার আগে ৭ বাউন্ডারিতে ৯০ রান করেন বোনার। এখন পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ২৭৪ রান।
এর আগে বৃহস্পতিবার প্রথম দিনের প্রথম সেশনে বলতে গেলে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৮৪ রানে ওয়েস্ট ইন্ডজের মাত্র ১টি উইকেট তুলে নিতে পারে টাইগাররা। তবে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় মমিনুল হকের দল। ৬২ রানের বিনিময়েই ফিরিয়ে দেয় সফরকারীদের ৩ ব্যাটসম্যানকে।
ওপেনিং জুটিতে ক্রেইগ ব্রাথওয়েট এবং জন ক্যাম্পবেল ৬৬ রান যোগ করেন। এরপর বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি অর্থোডক্স স্পিনারের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। ৬৮ বলের মোকাবেলায় ৫ চার এবং ১টি মাত্র ছয়ের সাহায্যে ৩৬ রান করেন ক্যারিবীয় বাঁহাতি হার্ডহিটার।
এরপর লাঞ্চ থেকে ফিরে শাইনি মুসেলের উইকেট তুলে নেন চট্টগ্রাম টেস্টে একাদশের বাইরে থাকা রাহী। কিছুক্ষণ পর সৌম্যের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিফটি হাতছাড়া করেন সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। দ্বিতীয় সেশন শেষ হওয়ার কিছুক্ষণ আগে চট্টগ্রাম টেস্টের নায়ক কাইল মায়ার্সকেও নিজের শিকারে পরিণত করেন রাহী।
আর শেষ সেশনে এসে জার্মেইন ব্লাকউডকে তুলে নিয়ে ভালো কিছুরই ইঙ্গিত দেন তাইজুল। এর আগে ব্লাকউডের (২৮) সঙ্গে ৬২ রানের অনবদ্য জুটি গড়েন বোনার। তবে শেষ পর্যন্ত প্রথম দিন আর কোনও বিপর্যয় হতে দেননি প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক এনক্রুমাহ বোনার ও জসুয়া ডা সিলভা।
বাংলা৭১নিউজ/এমএস