বাংলা৭১নিউজ,রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি। রোববার বেলা ১১টার দিকে জেলা জজ কোর্টের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, রাজনীতি করলেই বিরোধী মতবাদ থাকবে, তাই বলে একেবারে খুন করতে হবে এমন রাজনীতিকে ঘৃণা করতে হবে আমাদের।
হত্যার ৭২ ঘণ্টার পর মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আজ পরিবার খুনিদের বিরুদ্ধে মামলা করার সাহস পাচ্ছে না। মামলা হলে আইনজীবী সমিতি অ্যাডভোকেট শক্তিমান চাকমার মামলার বিরুদ্ধে রাঙ্গামাটির কোনো আইনজীবী দাঁড়াবে না বলে ঘোষণা করেছেন।
এতে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, সিনিয়র আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, এডভোকেট পরিতোষ দত্ত, এডভোকেট দুলাল সরকার মোক্তার আহম্মদ ও প্রতীম রায় পাম্পুসহ সমিতির সকল আইনজীবী সহায়কগণ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নিজ কার্যালয়ে যাওয়ার পথে খুন হন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমা। পরদিন তার শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার সময় নিহত হন আরও পাঁচজন।
বাংলা৭১নিউজ/জেড এইচ