বাংলা৭১নিউজ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়রের ছোট ভাই আহমদ আলী রেজা উজ্জল বলেন, ‘তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে এসেছি।’
এদিন বিকাল তিনটার দিকে নাসিক নগর ভবনে মেয়র হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা (পিএ-২) আবুল হোসেন।
তিনি বলেন, ‘মেয়র বিকালে নিজ কার্যালয়ে একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করেন। বমি বমি ভাব হলে তিনি বাথরুমে গিয়ে বমি করেন। পরে বের হয়ে স্যালাইন খান।’
তিনি আরও বলেন, ‘মেয়র অসুস্থ হয়ে পড়লে সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি চিকিৎসক দল তার প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকরা এ সময় তার প্রেসার লো পাচ্ছিলেন। তাকে তাৎক্ষণিক স্যালাইন পুশ করার সিদ্ধান্ত নেন তারা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা দেন স্বজনরা।’
বাংলা৭১নিউজ/জেএস