নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদফতর। বিজ্ঞপ্তি অনুসারে, ১৪ পদে মোট ৭০৯ জনকে নিয়োগ দেবে সরকারি এই সংস্থাটি।
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতাসাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবে। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে আবেদন করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
যেসব পদে নিয়োগ:
গাড়িচালক: ২৮০
মেকানিক (গ্রেড বি): ২৫
গাড়িচালক: ১৮৬
স্পিডবোট চালক: ৯৬
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭
হিসাব সহকারী:৪
টাইমকিপার: ১
ক্রয় সহকারী: ১
মেকানিক: (গ্রেড ডি): ৮
ডেসপার রাইডার:১৫
স্টোর ম্যানিনিয়েল: ১
ক্লিনার/হেলপার: ৫১
অফিস সহায়ক: ৯
নিরাপত্তাপ্রহরী: ২৫
পদগুলোতে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাসহ আবেদনের শর্তাবলি জানতে ক্লিক করুন এখানে।
বাংলা৭১নিউজ/এমএস