শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির ৫ মাসের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি আছে: নুর ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ঢাকায় দুর্বৃত্তের গুলিতে পরিবহন নেতা আহত পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: উপদেষ্টা ‘সংবাদ চুরি করে চালানো গণমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত’ সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে সেরা চারে রাজশাহী নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সারজিস প্রসূতিকালীন সতর্কতা: যেসব রোগ দেখা দিতে পারে দহগ্রামে কী করছে বিএসএফ, বাংলাদেশিরা কেন আতঙ্কে? ঘুসের দিকে হাত বাড়ালে তা ভেঙে দেওয়া হবে: ডা. শফিকুর রহমান চট্টগ্রামের মহাসড়কে বাইক দুর্ঘটনায় নিহত ৩ বন্ধু দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলা টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুনে পুড়েছে তিন শতাধিক বসতঘর সাইফের ওপর হামলাকারীকে আটক করেছে পুলিশ লেবানন সফরে ম্যাক্রোঁ, নতুন সরকার প্রতিষ্ঠায় সহায়তার প্রতিশ্রুতি খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

লেবানন সফরে ম্যাক্রোঁ, নতুন সরকার প্রতিষ্ঠায় সহায়তার প্রতিশ্রুতি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি, পরবর্তীতে নতুন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে লেবানন। দেশটির সাম্প্রতিক সংকট নিরসনে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ১৯৪৩ সাল পর্যন্ত ফরাসি উপনিবেশ ছিল লেবানন। এবার সহায়তার বার্তা দিতে শুক্রবার লেবানন সফরে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যেখানে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠক করবেন। 

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক আরব নিউজ।

এতে বলা হয়েছে, এই সফরের মাধ্যমে ম্যাক্রো লেবাননের রাজনৈতিক নেতৃত্বকে সমর্থন জানাবেন, কারণ দেশটি দীর্ঘদিনের অস্থিতিশীলতার পর নতুন এক যুগে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

দীর্ঘ দুই বছরের রাজনৈতিক শূন্যতার পর গত ৯ জানুয়ারি আউন প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং সালামকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন।  এখন তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হল—ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের পরের সংকটপূর্ণ পরিস্থিতি সামলানো এবং দেশের অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠা।

ম্যাক্রোঁর সফরের অন্যতম লক্ষ্য হল আউন ও সালামের নেতৃত্বকে শক্তিশালী করা, লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত এবং দেশের ঐক্য রক্ষা করা। 

জানা গেছে, সফরকালে ম্যাক্রোঁ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন। কারণ ২৬ জানুয়ারির মধ্যে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত করার সময়সীমা রয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, গত বছরের ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের ফলে হিজবুল্লাহর শক্তির দুর্বলতা লেবাননের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার সুযোগ দিয়েছে।  ফ্রান্স শুরু থেকেই লেবাননের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।   

এছাড়া, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে, ম্যাক্রোঁ লেবাননে শক্তিশালী সরকার গঠনের জন্য তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। 

নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হবে লেবাননের রাজনৈতিক বৈচিত্র্যকে একত্রিত করা, ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি বজায় রাখা এবং দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা।

এই সফরে ম্যাক্রোঁ লেবাননের পার্লামেন্ট স্পিকার ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র নবিহ বেরি এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) প্রধান আরোলদো লাজারোর সঙ্গেও সাক্ষাৎ করবেন।  তিনি একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন।  যাতে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা এবং লেবানন সেনাবাহিনী নিযুক্ত হতে পারে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com